পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন-বিপদ, হাওয়া হোক প্রতিকূল”। ‘অন্তর মম বিকশিত কর’ও‘বল বীর বল উন্নত মম শির’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,কেশবপুর শাখার আয়োজনে যুগ্মভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (২৪ জুন) বিকালে মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মানব মণ্ডলের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন।
বক্তব্য রাখেন,কেশবপুর নাগরিক সমাজের সভাপতি, যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর উপদেষ্টা এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সাগরদাঁড়ী আবু সারাফ সাদেক কলেজের সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজ্ঞয় মণ্ডল, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর উপদেষ্টা ও কবি গোপাল চন্দ্র চৌধুরী, মাধব বর্মন, কেশবপুর খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমূখ। এর পর উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।