কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধি || সকল কমিটিতে গুরুত্বপূর্ণ পদ সহ কমপক্ষে ৩৩% পদ নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে অপরাজিতা নেটওয়ার্কের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ মার্চ) বেলা ১১ টায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটিতে গুরুত্বপূর্ণ পদ সহ ৩৩% পদ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটির সভাপতি রহিমা খাতুনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানজিলা খাতুন, তুহিনা খাতুন, দুলালী বেগম, মরিয়াম খাতুন, মিনা খাতুন, আসমা বেগম, তাছলিমা বেগম, নাছিমা বেগম ও লিজা আক্তার প্রমূখ।
এর আগে গত ৮ই মে বাগেরহাট সদর উপজেলা বিএন পির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু এবং ৪ জুন জাতীয় পার্টির সদর উপজেলা সভাপতির পক্ষে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন অপরাজিতা নেটওয়ার্ক নেতৃবৃন্দের কাছ থেকে এই স্মারকলিপি গ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।