সাগর কুমার বাড়ই,খুলনা || খুলনা জেলার তেরখাদা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সরদার মোশাররফ হোসেন যোগদান করেছেন।তিনি গত ১ লা জুলাই শনিবার তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব ভার বুঝে নেন।এর আগে তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
উল্লেখ্য,অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ২০০১ সালে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
অফিসার ইনচার্জ (ওসি)তেরখাদা উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।খুলনা জেলার তেরখাদা উপজেলা একটি কলহ প্রিয় উপজেলা হিসাবে পরিচিত।
তেরখাদা উপজেলায় প্রতিনিয়তই চুরি,ডাকাতি খুন,ছিনতাই ,দাঙ্গা হাঙ্গামা,বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড সহ কলহ প্রিয় মানুষ মাঝে শান্তির বার্তা বয়ে এনেছিলেন সদ্য বিদায়ী জনগণের সেবক,ন্যায়পরায়ন নিষ্ঠাবান ও সততার প্রতীক তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম।
গত ১ লা জুলাই তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন যোগ দানের সততার সহিত তেরখাদা উপজেলা বাসীর সংকট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জনগণের জোর দাবি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।