সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা ভোমরাস্থল বন্দর দিয়ে ৭টি ট্র্রাক যোগে প্রবেশ করেছে ৭০ টন ভারতীয় কাঁচা মরিচ। ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর ছুুটি শেষে গতকাল রোববার (২ জুলাই) সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর প্রথম চালানে এসব কাঁচা মরিচ এসেছে।
গতকাল ৭টি ভারতীয় ট্রাক কাঁচা মরিচ ভর্তি করে ভোমরাস্থল বন্দর দিয়ে সাতক্ষীরায় প্রবেশ করে।আজ সোমবার আরো কিছু কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সকাল থেকে কয়েকটি কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করেছে। ধীরে ধীরে আরো আসবে।তিনি আরো বলেন,ভোমরা দিয়ে কাঁচা মরিচ আমদানির ফলে বাজারে কাঁচা মরিচের দাম কমে আসবে বলে মনে করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।