চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব মহিলা লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা যুব মহিলা লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। দুপুরে জেলা যুব মহিলা লীগের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ হাসান চত্ত্বরে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন, সহসভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, ৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।