খুলনার খবর || ধানের বীজ ও ঔষুধ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার (৮ই জুলাই) বেলা ১১ঃ০০ টায় বাগেরহাট প্রেসক্লাবের মুজিব বর্ষ হলে এই সংবাদ সম্মেলন করেন। পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড কোম্পানির ধানের বীজ এবং মাজরা পোকা দমনকারী ওষুধ ফাটেরা ব্যবহারকারী বাগেরহাট জেলার ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে প্রায় অর্ধশত কৃষক এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট খান জাহানিয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান টুকু।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড কোম্পানি এ বছর ফেব্রুয়ারি মাসে ধানের বীজ এবং মাজরা পোকা দমনে ফাটেরা নামক একটি ঔষধ বাজারে আনে এবং ব্যবহারের জন্য চাষীদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে। ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সহ অন্যান্য কর্মকর্তাগণ জেলার বিভিন্ন এলাকায় গিয়ে চাষীদের বিভিন্নভাবে বুঝিয়ে ধানের বীজ এবং ফাটেরা নামক ওষুধটি ব্যবহারের জন্য জোরালোভাবে অনুরোধ জানান। জেলার শতশত সহজ সরল চাষী তাদের বীজ এবং ওষুধের প্রতি আস্থা রাখেন। তারা জমিতে এই বীজ দিয়ে বীজতলা তৈরি করার চেষ্টা করেন। কিন্তু কোনভাবেই তারা এই বীজ থেকে চারা উৎপাদন করতে পারেনি।
এরপর মাজরা পোকা দমনে তারা তাদের ফাটেরা নামক একটি ঔষধ ব্যবহার করার জন্য চাষীদের কাছে বিক্রয় করেন। কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ম্যানেজার এবং ডিলার গ্যারান্টি দিয়ে বলেন, ফাটেরা নামক ওষুধটি একবার ব্যবহার করলে দুই থেকে আড়াই মাসের মধ্যে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে জমির ফসল। চাষিরা সরল বিশ্বাসে জমিতে ফাটেরা ব্যবহার করে ৭ থেকে ১০ দিন পরে জমিতে গিয়ে দেখে কয়েকগুন হারে মাজরা পোকা বৃদ্ধি পেয়ে ফসল আক্রমণ করেছে। কারো কারো ফসল একেবারেই নষ্ট হয়ে গেছে। কোম্পানির সহিত যোগাযোগ করা হলে তারা সল্যুশন দিতে ব্যর্থ হয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বর্তমান মৌসুমে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের বীজ এবং ওষুধ ব্যবহার করে এই জেলার চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধার দেনা করে বীজ ওষুধ কিনে অনেক চাষী সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এখন এই কোম্পানির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় ডিলারও কোন সমাধান দিতে পারছে না। তারা রীতিমতো আমাদের সাথে প্রতারণা করেছে।এই বীজ ও ওষুধ সম্বন্ধে দেশের বিভিন্ন এলাকার চাষীদের সতর্ক থাকতে বলা হয়।
তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর নিকট ক্ষতিগ্রস্ত সকল চাষীদের ক্ষতিপূরণ দাবি করেন। এ বিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।