খুলনার খবর || দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ স্লোগানকে সামনে রেখে আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে।এ সমাবেশ থেকে তরুণ প্রজন্মকে তাদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে উজ্জীবিত করা হবে বলে জানান খুলনা মহানগর বিএনপি।
গতকাল শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের অধীনে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না তাই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমেই দেশে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
১৭ জুলাই খুলনার তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু,ইসতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, মো. তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।