পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোর,কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে শনিবার (৮ জুলাই) সারা দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া হয়েছে। গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের আয়োজনে নাক কান, গলা, মেডিসিন ও স্ত্রী রোগ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেছেন।
মেডিকেল ক্যাম্পে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান করেন, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিষয়ে বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক সার্জন উৎপল কুমার সরকার, যশোর আধুনিক হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার পাপ্পু ব্যানার্জি ও গাইনোলজি আদ-দ্বীন ছকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার হাফিজা আক্তার। মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের সভাপতি অভিজিৎ বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের ও গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় সেবাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যশোর জেলা পরিষদ সদস্য খন্দকার আজিজুর রহমান আজিজ,পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলী আব্বাস, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার দে, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক অভিজিৎ বসু, কৃষক লীগনেতা হরি গোপাল বসু, ইউপি সদস্য রেজাউল করিম রেজা,সালমা বেগমসহ গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।