কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার মিরপুরে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া পাটক্ষেতের মধ্যে থেকে তার লাশ উদ্ধার হয়।
নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার চিথলিয়া পাটক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। তার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।