পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলা সদরে ভারতীয় নপলি দিয়ে চিংড়ি পোনা উৎপাদনকারী দুটি হ্যাচারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পোনা ধ্বংস করা হয়েছে।গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মা চিংড়িসহ সাগরে সবধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ভারতীয় নপলি এনে পোনা উৎপাদন করছিল উপজেলার বোয়ালিয়াস্থ ব্লু-স্টার হ্যাচারি ও পৌর সদরের ন্যাশনাল হ্যাচারি।
গতকাল সোমবার (১০ জুলাই) বিকেলে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ব্লু-স্টার হ্যাচারি ও ন্যাশনাল হ্যাচারিকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পাইকগাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতানসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।