খুলনার খবর || খুলনায় অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিকে র্যাব-৬ এর অভিযান। চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ক্লিনিক মালিককে অর্থদন্ড। র্যাব জানান, বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব -৬, স্পেশাল কোম্পানি গতকাল (১২ জুলাই) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার লবনচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অনিয়মের সাথে পরিচালনা করে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর সহযোগীতায় খুলনা গল্লামারি এলাকায় সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় উক্ত অনুমোদনবিহীন ক্লিনিকের মালিক তুষার কান্তি মন্ডল (৪২), থানা-রামপাল, জেলা-বাগেরহাট’কে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক এক লক্ষ টাকা অর্থদন্ড এবং সাময়িক সময়ের জন্য উক্ত ক্লিনিক বন্ধ ঘোষনা করা হয়।জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।