খুলনার খবর || খুলনা বিভাগে বর্তমানে ৬৭ শতাংশ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে। যা গত তিন বছরের চেয়ে ২ শতাংশ বেশি। এছাড়া দেশে সিজারিয়ান প্রসবের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত দশ বছরে সিজারিয়ান প্রসবের হার ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে।আর খুলনা বিভাগে সিজারিয়ান প্রসবের হার ৬৭ শতাংশ।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০২২’এর খুলনা বিভাগীয় অবহিতকরণ সেমিনারে গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের বক্তারা এ তথ্য দেন। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এ সেমিনার আয়োজন করে।
নিপোর্টের মহাপরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন,খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মনজুরুল মুরশিদ,পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক মো. হাবিবুল হক খান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।