বেনাপোল প্রতিনিধি || যশোরের বেনাপোল সীমান্ত থেকে তিন কেজি ৪শ’ ৯৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ২১ বিজিবি খুলনা। খুলনার ২১ বিজিবি’র একটি টিম বেনাপোল সীমান্তে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল যাত্রীকে তাড়া দিলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। বিজিবি জানিয়েছে আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।
গতকাল মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।
বিজিবির কর্মকর্তা জানান,গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ পাচারের খবর পেয়ে দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় বিজিবি’র একটি টহলদল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুইজনকে আসতে দেখে বিজিবি’র টহলদল থামার নির্দেশ দিলে তারা কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেল তল্লাশি করে একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম এবং বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।