মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনা’র বটিয়াঘাটা উপজেলার জলমা-চকরাখালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।আজ বুধবার বেলা ১০ টায় প্রতিদিনের ন্যায় স্কুলের ছাত্র—ছাত্রীদের অ্যাসেম্বলি কার্যক্রম চলাকালীন তারা এ অসুস্থ্য হয়।দীর্ঘ ঘন্টা খানেক শরীরচর্চা ও এ্যাসেম্বলিতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে তাদের বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়।
এদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে ছেড়ে দেয়া হয় এবং ৫ জন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি ৪ জন ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
এ ব্যাপারে বটিয়াঘাটা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র কাছে জানতে চাইলে এ প্রতিবেদককে বলেন, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ জন রোগী ভর্তি হয়েছে। ১৫ জনকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে বাড়িতে পাঠিয়েছি, চারজনকে খুমেক হাসপাতালে প্রেরণ করেছি।বাকি ছয় জনকে ভর্তি রেখেছি।
হাসপাতালের ডাক্তার,নার্স তাদের খোঁজ খবর নিচ্ছেন তবে মারাত্মক কোন সমস্যা নয়।এটাকে হিস্টেরিয়া রোগ বলে।খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি সকলে সুস্থ্য হয়ে যাবে। অন্যদিকে খবর পেয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি শেখ নুরুল আলম স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং ছাত্রীদের খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন টিএইচএ ডাঃ মিজানুর রহমান,আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল,মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক পরাগ রায়,সহকারী শিক্ষক প্রদীপ কুমার গাইন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।