খুলনার খবর || বাগেরহাটের মোরেলগঞ্জে বন্ধ ঘর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, ঘরে ওই নারী একাই থাকতেন। তার একমাত্র ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।এবং বন্ধ ঘরের সিঁধকাটা ছিলো।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া গ্রামে ওই নারীর বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ জানান।
আম্বিয়া বেগম (৪৫)ওই গ্রামের প্রয়াত সেকেন্দার আলীর স্ত্রী। আম্বিয়া বেগম ঘরে একাই বসবাস করতেন।
পুলিশ জানায়,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে গিয়ে ওই নারীর ঘরের দরজা খোলা ও পেছনে সিঁধকাটা দেখা যায়।এসময় ঘরের মেঝেতে আম্বিয়ার গলাকাটা মরদেহ পড়েছিল।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
থানা পুলিশ আরও জানায়, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার জট খুলতে তদন্ত শুরু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।