সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়া উপজেলার শরাফপুর বৃত্তি-ভুলবাড়িয়া গ্রামে একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল ২৫শে জুলাই সোমবার দুপুরে বাড়ির পাশে একটি খালে পড়ে তাদের মৃত্যু হয়।শিশু দুইটি মামাতো ফুফাতো ভাই বোন বলে জানাগেছে, এই অঙ্কিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার শরাফপুরের বৃত্তি-ভুলবাড়িয়া গ্রামের রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৬) ও তার ভাগ্নে মোয়াজ্জেম সরদার(৫) দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এরই মধ্যে পরিবারের লোকজনের অগোচোরে শিশু দুইটি পাশের খালে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে ভাসতে দেখে স্বজনরা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা শিশু দু’টিকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে,নিহত শিশু মোয়াজ্জেম সরদার একই ইউনিয়নের সেনপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে। শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি জানান,একই পরিবারের দু’টি অবুঝ শিশুর মৃত্যু,যা মেনে নেয়া যায় না। এটা একটি হৃদয় বিদারক ঘটনা। শিশু দুইটির অভিভাবকরা কান্নায় ভেঙ্গে পড়ছে। আজাহারিতে বার বার জ্ঞান হারিয়ে ফেলছে। শিশু দুইটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।