কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধি || নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভাস্হলে এসে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্হার নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং ব্যাপক সংখ্যক মৎস্য চাষীরা অংশ নেন।এসময়ে বিভিন্ন পর্যায়ে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরষ্কার প্রদান করা হয়।পরে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মৎস্য অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।