যশোর প্রতিনিধি || যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস, কম সময়ে কম নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের পূর্বে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, এ বছর যশোর বোর্ডে এক লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয় এক লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৩৭০ ও ছাত্র ৯ হাজার ২৪৭ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানিয়েছেন, ২০২১ ও ২০২২ সালে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান করা হয়। নির্ধারিত বিষয়ে কম সময়ে কম নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এ কারণে ওই দু’বছর ফলাফল স্বাভাবিক সময়ের চেয়ে ভাল হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নাম্বারে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের পূর্বে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।