সর্দার বাদশা,নিজস্ব প্রতিনিধি || খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা নামক এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।তবে এ ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি।আজ রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এদুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে শতশত বাস ট্রাক আটকে পড়ে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান,খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। এসময় সড়কের কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়।এতে গুরুতর আহত হন ২জন মোঃ বেল্লাল হোসেন(৩০),পিতা-আবু বকর সিদ্দিক,সাং- আঠারোমাইল,ডুমুরিয়া ও দিপা(৩৫) পিতা-দিলিপ কুমার,সাং- বটিয়াঘাটা সহ কমপক্ষে ১৫জন আহত হয়।আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য ক্লিনিকে ও অন্যান্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।