নিউজডেস্ক || ভারতে বেনেলির ব্যবসা পরিচালনকারী আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (AARI) Benelli TRK 502 এবং TRK 502X নতুন কালার স্কিমে লঞ্চ করল। অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক হিসাবে পরিচিত TRK 502 বাইকটি এখন থেকে গ্রে এবং হোয়াইট কালার ছাড়াও ব্ল্যাক এবং ফরেস্ট গ্রীন রঙে পাওয়া যাবে। অন্যদিকে TRK 502X মডেলটি মিলবে গ্রে, হোয়াইট, ইয়োলো এবং ফরেস্ট গ্রীন কালারে।
নতুন রঙ যুক্ত হতেই বাইক দু’টির দাম ২৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। বর্তমানে ভারতে Benelli TRK 502 এবং TRK 502X এর এক্স শোরুম মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ৫.৮৫ লাখ টাকা এবং ৬.৩৫ লাখ টাকা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।