মেহেরপুর প্রতিনিধি || “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানে মেহেরপুরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সামাজিক বন বিভাগ কুষ্টিয়া অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির।
এ মেলায় ১৫টি নার্সারীর স্টল স্থান পেয়েছে। স্টলগুলো ফলদ, বনজ, ঔষধী সহ বিভিন্ন ফুলের চারা বিক্রয়ের জন্য রাখা হয়েছে। বৃক্ষমেলাটি আগামী ৪ আগষ্ট পর্যন্ত চলবে।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছের ভূমিকা সবচেয়ে বেশি। তাই সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।বঙ্গবন্ধু গাছ ভাল বাসতেন।
এর আগে সকাল ১১ টার দিকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কর্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।