শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা || যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মনে শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে ব্যতিক্রম আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল ১১টার সময় বিদ্যালয়ের ৭ম শ্রেণির এ-ওয়ান শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, তোমরা আমার শিক্ষার্থী নয়, তোমরা আমার সন্তান। আমার প্রতিষ্ঠানের কোমলমতি সন্তানদের হৃদয়ে শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে তাদের জন্য আমার ব্যক্তিগত সহযোগিতা সর্বসময় থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, সুমা কর্মকার, সানজিদা আখতার, বিদ্যালয়ের ৭ম শ্রেণির এ-ওয়ান শাখার শিক্ষার্থী যুবরাজ, রাফি, সিনথিয়া, লামিয়া, মিম, জান্নাতুল, সানজিদা, শুভ, সাঈদ, রামীর সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।