মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি এই শ্লোগানে খুলনার পাইকগাছার কাশিমনগরে প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যেগে এস এস সি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসুচী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩ টায় কাশিমনগরে উক্ত অনুষ্ঠানে প্রজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি বাবু মনোরঞ্জন দাশের সভাপতিত্বে ও অদ্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু বিপুল দাশের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুপকুমার সরকার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাইকগাছা উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউ পি সদস্য শেখ রবিউল ইসলাম সহ প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক বাবু জগদীশ দাশ রুহিত, দপ্তর সম্পাদক সঞ্জয় দাশ সহ প্রজ্ঞা ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যেগে গ্রামীণ হারিয়ে যাওয়া হা-ডু-ডু খেলার আয়োজন করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুধু তাই নয় দাশপাড়ায় প্রত্যেক পরিবারকে ৩টা করে গাছের চারা বিতরণ করা হয়। এই ফাউন্ডেশন এর লক্ষ্য হচ্ছে সরকারের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের মাধ্যমে সুযোগ সৃষ্টি করা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।