পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রবিবার (৬ আগস্ট) দিনভোর পৃথক পৃথক ভাবে ৫, ৬, ৭, ৮ ও ৯ নং এই ৫ টি ওয়ার্ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ এই অনুষ্ঠান পালন করেছে।
কেশবপুরের বরণডালি বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,সদস্য ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস,উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম ও ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগনেতা লতিফুল কবির মনি। অনুষ্ঠানে ওয়ার্ডের সকল নেতুবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।