জহিরুল ইসলাম রাতুল || ৮ ই আগস্ট ছিন্নমূল সামাজিক সংস্থা ছিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী।সাফল্যের পঞ্চম বছরের শুরুর দিনে যে সকল মানুষ ক্যামেরার পিছনে থেকে আমাদেরকে ভালো কাজ গুলো করতে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তাদের সাথেই আজ ছিসাস সদস্য এবং বাচ্চাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথম শ্রেণির শিক্ষার্থী মারিয়াম পবিত্র কুরআন তেলোয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন তাহাসান রুদ্র,শিক্ষক ছিসাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাগিব হাসিন,প্রতিষ্ঠা পরিচালক ছিসাস।তারপর পরই গঠন
মুলক নির্দেশনা এবং বিভিন্ন পরামর্শ নিয়ে বক্তব্য প্রদান করেন এম আল আমিনুর রহমান আকাশ,পরিচালক ব্রিলিয়ান্ট ব্যাচ খুলনা। ছিসাসের লক্ষ্য সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল নির্মান,বাস্তবায়ন করনে পদক্ষেপ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডা:বাপ্পি,মেডিকেল অফিসার,লাইন্স চক্ষু হাসপাতাল,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাদ্দাম
হোসেন রনি,সিনিয়র অফিসার ইসলামি ব্যাংক,ভবতোশ মন্ডল,পরিচালক স্টাডি কোচিং সেন্টার ডুমুরিয়া।অনুষ্টানে ছিন্নমূল সামাজিক সংস্থা ছিসাসের।
গত ৪ বছরে,নির্বাচিত শ্রেষ্ঠ সেচ্ছাসেবক সম্মান দেওয়া
হয় আদিবুল জাবির,রহমান শেখ রনি,ফারজানা ইয়াসমিন তিনাকে।সকল শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতাকে প্রদান করা হয় ছিন্নমূল সামাজিক সংস্থা ছিসাসের পক্ষ শুভেচ্ছা স্মারক।বাচ্চাদের সাথে কেক কেটে,প্রধান উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী ডা: মনিরুজ্জামান স্যারের ব্যক্তব্যবের মাধ্যমে সকল আনুষ্ঠানিকতা শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।