চুয়াডাঙ্গা প্রতিনিধি || গুণগতমান সম্পন্ন বীজ আখের ব্যবহার শীর্ষক চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো.ওমর আলী।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজের সঞ্চালনায় এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ( ইক্ষু উন্নয়ন ও গবেষণা ) পরিচালক পুলক কান্তি বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক ড.মো. শামসুর রহমান, চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিপিই গিয়াস উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ‘আখ টেকসই ফসল। আখ কখনও চাষীদের ফেলবে না। ডুবে যাক পুড়ে যাক আখ থেকে কিছুটা রিটার্ন পাবেই চাষীরা। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কেরু চিনিকল জোনে উন্নত জাতের আখের বীজ সরবরাহ করছে। পাশাপাশি আখের মুল্য এবার বৃদ্ধি করে প্রতিমন ১৪০ টাকা করা হয়েছে। সুতারাং আখ চাষ বাড়াতে হবে।
মাঠ দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভুঁইয়া, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.ইমাম হোসেন ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা উপকেন্দ্রের ইনচার্জ ওমর খৈয়মসহ শতাধিক আখচাষী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।