রামপাল,বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের ফয়লাহাট প্রজেক্ট অফিসের আয়োজনে উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমে র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর (হেলথ)শিউলী রানী ৷তিনি বলেন,বর্তমান সময়ে ঘরে ঘরে মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে৷জ্বরে আক্রান্ত হলে আমাদের দ্রুত সরকারী হাসপাতালের স্বরণাপন্ন হতে হবে
৷সরকারী হাসপাতালে চিকিৎসার সকল প্রকার সুব্যবস্থা করেছে সরকার। পাশাপাশি এডিস মশার প্রজনন রুখে দিতে ঘর বাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা, বদ্ধ জায়গাতে জমে থাকা পানি নিষ্কাশন সহ ডেঙ্গু রোগ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান ৷
সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিস ইনচার্জ লায়লা সুলতানা ৷ সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সগুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সরোয়ার হোসেন,প্রশান্ত কুমার পাল, জাহিদুর রহমান,সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সাধারন সম্পাদক সুব্রত পাল,বিদ্যালয়ের শিক্ষিকা রমা রানী পাল, বানী পাড়ে সহ অন্যান্যরা ৷
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের ইয়ুথ ভলান্টিয়ারবৃন্দ, মহিলা দল ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন কমিউনিটি হেলথ সার্ভিস, নারীর অধিকার ও ক্ষমতায়ন,জলবায়ু পরিবর্তনে অভিযোজন ক্ষমতা ও স্বাস্থ্যখাতে উদ্যোক্তা তৈরী করে স্বাস্থ্যসেবা ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় যুব ক্লাবকে সাথে নিয়ে কাজ করছে৷
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।