পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে এক স্কুল ছাত্রকে গুমের উদ্দেশ্যে ইজিবাইকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।এতে অভিভাবক ভীত-সন্ত্রস্ত হয়ে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,কেশবপুর থানাধীন বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুশান্ত কুমার মল্লিক (৪৬) এর ছেলে কেশবপুর থানাধীন কাস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর ছাত্র রুপম মল্লিক (৯) ও তার বন্ধু একই ক্লাসের ছাত্র তোফাজ্জেল (৯) স্কুল ছুটির শেষে বাইসাইকেল যোগে বিকাল আনুমানিক ৩ টার সময় বাড়ি ফেরার পথে কাস্তা সাকিনস্থ জনৈক নাসিরুল মোড়ল-এর রাইচ মিলের সামনে ইটের সোলিং রাস্তার উপর পৌঁছালে পিছন দিক থেকে একটি নীল রংয়ের ইজিবাইক (যার পিছনে IS লেখা ছিল) রাস্তায় গতি রোধ করে শিক্ষক সুশান্ত কুমার মল্লিকের ছেলে রুপম মল্লিকের হাত ধরে টান দিয়ে জোর পূর্বক ইজিবাইকের ভিতরে তোলে।
রুপমের সাথে থাকা তার বন্ধু তোফাজ্জেল তুফান অজ্ঞাতনামা বিবাদীর পরিচয় জানতে চাইলে তার পরিচয় না দিয়ে বরং রুপম ও তার বন্ধুকেও গুম করে দিতে চাই। সাথে সাথে রুপমের বন্ধু তোফাজ্জেল তুফান চিৎকার-চেচামেচি করলে অজ্ঞাতনামা ব্যক্তি তার ইজি বাইকের ভিতর থেকে রুপমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিলে প্রচণ্ড আঘাত পায়। বেগতিক দেখে অজ্ঞাতনামা বিবাদী তার ইজিবাইক যোগে ভালুকঘর রোড দিয়ে চলে যায়।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের ঘটনার বিষয়ে অবহিত করে অজ্ঞাতনামা বিবাদীর নাম ঠিকানা সংগ্রহের চেষ্টায় ব্যর্থ হয়ে ৩য় শ্রেনীর ছাত্র রুপম মল্লিকের পিতা শিক্ষক সুশান্ত কুমার মল্লিক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং একই তারিখে রাতে বিষয়টির প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে জন্য থানায় অভিযোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।