বাগেরহাট প্রতিনিধি || নিয়মিত চাকুরির দাবীতে পল্লীবিদ্যুৎ সমিতির ৮৩ জন লাইনক্রু অনিদৃষ্ট কালের জন্য কর্ম বিরতী শৃরু করেছে। শনিবার সকাল থেকে বাগেরহাটে কর্মরত লাইনক্রুরা দিন ভর এ কর্মবিরতী পালন করে।
বাগেরহাটের লাইনক্ররা জানান,আমরা গত ৬ আগষ্ট আমাদের দাবীদাওয়ার বিষয়ে বাপবিবো‘চেয়ারম্যান মহদয়ের দপ্তরে লাইনক্র লেভেল-১অধিকার পরিষদ হতে একটি স্মারক লিপি দিযেছি। স্মারক লিপিতে বলেছি আমাদের দাবী না মানা হলে শনিবার ১২ আগষ্ট কর্মবিরতী ও ১৩ আগষ্ট থেকে বাপবিবো সদর দপ্তরের সামনে শান্তি পূর্ন অবস্থান ও মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করবো ।তারা আরো জানান, এই অবস্থান কর্মসূচীতে সারা দেশ থেকে ৪ হাজার জন লাইনক্রু অংশগ্রহন করবে ।আমরা বাগেরহাট থেকে ৮৩ জন অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করার জন রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিব।
তারা বলেন, দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে সকল পল্লী বিদ্যুৎ সমিতির (৮০টি পবিস এর) লাইনক্রুগণ এক যোগে বিদ্যুৎ সম্পর্কিত সকল দপ্তরে চিঠি প্রেরণ করেছে। চুক্তির বেড়াজাল ভেঙে চাকুরী নিয়মিতকরণ তাদের একমাত্র দাবী-২০১৯ সালে শোকের মাস আগষ্ট মাসের পর থেকে ধাপে ধাপে প্রায় ৪০০০ (চার হাজার) জনেরও বেশী চুক্তিভিত্তিক লাইনক্রু নিয়োগ দিয়েছে আরইবি। একই রকম কাজ করে নিয়মিত লাইনক্রুগণ যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, চুক্তিভিত্তিকগণ সেখানে প্রতিনিয়ত অবহেলিত। তাছাড়া, জীবন ঝুঁকির এই কাজে কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেও আর্থিক সহযোগিতা পায়না এসব চুক্তিভিত্তিক বিদ্যুৎ যোদ্ধাগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।