খুলনার খবর || বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক ইমরান হোসাইনের বাবা জাকির হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে গত অক্টোবর মাসের ২৮ তারিখ। এর একদিন পর রাসেল মোল্লা ৮ জনের বিরুদ্ধে মামলা করেন তার ছেলে সত্যের সন্ধানের স্টাফ রিপোর্টার ইমরান হোসাইন।
প্রায় ২ বছর পার হলেও গ্রেফতার হয়নি মূল হোতা রাসেল মোল্লা। বাকি ৮ জন আসামিদের মধ্যে মাত্র ২ জন গ্রেফতার হয় পুলিশের হাতে। তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় আরও ৩/৪ জন জড়িত আছে বলে তারা জানায়।
হত্যাকান্ডে জড়িত হত্যাকান্ডের মুলহোতা রাসেল মোল্লা একই এলাকার সিংজোড় গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে। এদের নামে মাদক হত্যা ডাকাতি সহ আরো অনেক মামলা রয়েছে।
জানা যায়, গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে জাকির হোসেন ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজারে সুপারি রেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সিংজোড় গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সন্ত্রাসী রাসেল,জুয়েল ,আরিফ, সবুজ এর নেতৃত্বে তার সহযোগীরা জাকিরকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ও স্বজনেরা খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।
নিহতের ছেলে ইমরান হোসাইন জানান, আমার পিতাকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা মামলা হয়েছে। যেহেতু হত্যাকান্ড ঘটানো হয়েছে ইন্দুরকানি থানা এলাকায়। সেহেতু এই থানায় মামলা হয়েছে। মামলায় ২ জন গ্রেফতার হলেও মুল হোতা গ্রেফতার হননি। ইন্দুরকানি থানার ওসি জানান, আসামিদের দ্রুত আটকের জন্য আমরা চেষ্টা করছি । আশা করি খুব শীঘ্র সফলতা পাবো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।