পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে দুই জন ভিক্ষুকের মাঝে ৮ টি ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলকোট গ্রামের হামিদা বেগমকে ৪ টি ও ছোটপাথরা গ্রামের শেফালী দাসকে ৪ টি ছাগল দেওয়া হয়েছে।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস-এর সভাপতিত্বে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন সরদার, মোঃ রুবেল,ইউপি সদস্য মোমেনা বেগম ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,এ ইউনিয়নে ভিক্ষুককে‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’কর্মসূচির আওতায় দুইজন ভিক্ষুককে ৮টি ছাগল দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।