ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মি ও আয়ার বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের অভ্যস্তরে তাদের দুই জনের অসামাজিক কর্মকান্ডের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে এলাকায় ব্যপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ওই বিদ্যালয়ের সিসিটিভির ফুটেজ বলে অনেকেই ধারনা করছেন। তবে কে বা কারা এটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি বিদ্যায়ল কর্তৃপক্ষ।
ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি ওই বিদ্যালয় কর্তৃপক্ষ জেনেছে এবং অভিযুক্ত নারী ও পুরুষ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর রায়।
তিনি আরও জানান,বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মি সজিবুর রহমান ও কর্মরত আয়ার অসামাজিক কর্মকান্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নজরে আসে। এ বিষয়ে তিনি তাৎক্ষনিক ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্য সদস্যদের অবগত করেন।
শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী বলেন,‘উক্ত ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।