জহিরুল ইসলাম রাতুল || ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এবং খুলনা মহানগর যুবলীগের নেতা হিসেবে কর্মরত প্রকৌশলী মিনহাজ ইসলাম সুজনের খাদ্য বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক ১৪ নং রোডস্থ তার নিজস্ব বাসভবনে।
উক্ত কর্মসূচি বাস্তবায়নকালে এক বিশেষ বক্তব্যে মিনারুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান,আজকের এ দিনটি বাঙালি জাতির জন্য অন্যতম এক কালো অধ্যায় যেদিন বাঙালি জাতি হারিয়েছে তাদের পথপ্রদর্শককে। প্রতিবছর প্রচুর পরিমাণে তাৎপর্য তার সাথে এ দিনটি পালন করা হয় এবং ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেদিন শহীদ হওয়া সকলের প্রতি তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আহমেদ রিজভী সোহান,নুর হোসেন জনি,কাজী ইশান,সাদিকুর রহমান সোহেল,এনামুল বিশ্বাস
তাহাজ্জুদ ইসলাম উড়ন্ত,শেখ আব্দুল্লাহ সজলসসহ খুলনা মহানগর ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।