আল-হুদা মালী,শ্যামনগর প্রতিনিধি || স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
১৫ই আগস্ট মঙ্গলবার বেলা ২ টার সময় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নে কার্যালয়ে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।
সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরে অসংখ্য অসহায় গরীব দুঃস্থদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ এবং মেডিকেল অফিসার কর্তৃক অধিনস্থ দুরমুজখালী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা সভা এবং জাতির পিতা কর্তৃক প্রদত্ত ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনার মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।