সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধাসরকারি, স্বায়ত্তশাসিত,বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উপজেলা প্রশাসন ও ডুমুরিয়া আওয়ামী লীগের পৃথক আয়োজনে শোক র্যালী সহকারে গতকাল সকাল ৮টায় উপজেলা স্বাধীনতা চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিপিএম,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় পুষ্পমাল্য অর্পণ করেন।
গতকার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এমপি তাঁর বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন পতাকা ও স্বাধীন ভূখন্ড দিয়েছেন। ঘাতকরা তাঁকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতির পিতার আদর্শকে মুছে দিতে চেয়েছে। প্রকৃতপক্ষে জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কোরআনখানী ও দোয়া মাহফিল,গণভোজ এবং দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা এ্যাড,রবীন্দ্র নাথ মন্ডল,মোস্তফা কামাল খোকন,মোকলেচুর রহমান বাবলু, সরদার আবু সাহেল,শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।