মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রভাস রায়ের নলিনী ফার্মেসীতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
চোরেরা এসময় ফার্মেন্সীর ভিতরে ঢুকে তিনটি ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ সর্বমোট ৬৬ হাজার টাকা ও মোঃ ইসরামুল সর্দারের বিসমিল্লাহ মেডিকেল হলসহ আরো একটি মোট ২টি দোকান থেকে নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। চোরেরা পরবর্তীতে পার্শ্ববর্তী সাবেক ইউপি সদস্য আলমের আল-আমিন হোটেলসহ আরও দুটি দোকানে চুরি করে। এছাড়াও চাঁন মিঞার বাড়ি থেকে ৩টি পাতিহাঁস ও ১টি রাজহাঁস চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের হয়েছে।খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সঞ্জয় কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।