পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর থানার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,যশোর জেলার পুলিশ সুপার বিপিএম (বার) পিপিএম প্রলয় কুমার জোয়ারদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।