খুলনার খবর || খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের তিন দিন পর হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ীরা দোকান খুলেছেন।স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও কাউন্সিলরের সহায়তায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান খোলেন তারা।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনের ওষুধ ব্যবসায়ী জিল্লুর রহমান জুয়েল বলেন, বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য ও সিটি মেয়রের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ীরা দোকান খোলার সিদ্ধান্ত নেন। রাতেই হাসপাতালের সামনের ৯০টি দোকান খুলে দেওয়া হয়েছে।
দোকান বন্ধ থাকায় একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে রোগীরাও ভোগান্তিতে পড়েছিলেন বলে জানান তিনি।
এর আগে সোমবার সন্ধ্যায় ওষুধ কেনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ১৫ শিক্ষার্থী এবং নয়জন ওষুধ ব্যবসায়ী আহত হন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
অন্যদিকে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনার দিন থেকে হাসপাতালের সামনের দোকান বন্ধ রাখেন ওষুধ ব্যবসায়ীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।