মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || অনুশীলনে ফিরলো খুলনার বটিয়াঘাটা উপজেলার অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলাররা। ১৯ দিন পর শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বৃষ্টির মধ্যে অনুশীলন করে তারা।
পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে তেঁতুলতলা প্রাইমারি স্কুল মাঠে হাজির হয় নারী ফুটবলাররা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় তারা।হাফপ্যাট পরে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পর্যায়ক্রমে চার নারী ফুটবলারকে মারধর ও গুরুতর আহত করেন স্থানীয় নুর আলমের পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করে ফুটবলার সাদিয়া নাসরীন।
অনুশীলন করতে আসা খেলোয়াড় প্রীতি বলে, অনেকদিন পর অনুশীলন করতে আসতে পেরে আমরা খুশি। সে আরও বলে, প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকায় আমরা আজ প্র্যাকটিস করতে পারছি।
ঋতু বৈরাগ নামের আরেকজন বলে,‘এখন আর আমাদের কোনো ভয় নেই। আমরা নির্ভয়ে প্র্যাকটিস করতে পারছি। পুলিশ আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। আমরা বাড়ি থেকে বের হচ্ছি এবং বাড়িতে প্রবেশ করছি পুলিশের নিরাপত্তার মধ্যে।’
এ বিষয়ে বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন,এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেজন্য আমরা আগে থেকেই টহল জোরদার রেখেছি।
তিনি আরও বলেন, নারী ফুটবলাররা যাতে কোনো সমস্যায় না পড়ে কিংবা তাদের মাঠে যাতায়াতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।