নিউজডেস্ক || প্রতিদিনের জীবনযাত্রা সহজতর করতে স্কুটার কিংবা মোটরসাইকেলের জুড়ি মেলা ভার। দু’চাকা চালানোর ক্ষেত্রে সুরক্ষার জন্য একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে হেলমেট। এবার এশিয়ার সর্ববৃহৎ হেলমেট প্রস্তুতকারক সংস্থা স্টিলবার্ড (Sterlbird) তাদের IGNITE সিরিজের নতুন প্রিমিয়াম হেলমেট IGN-8 লঞ্চ করেছে। যা DOT এবং BIS-এর কঠোর সুরক্ষাবিধি মেনে এসেছে। অর্থাৎ স্টাইলের পাশাপাশি ও হেলমেটের সুরক্ষার বিষয়টিতেও বিন্দুমাত্র কার্পণ্য করেনি স্টিলবার্ড।
SteelBird সেফটি স্ট্যান্ডার্ডস মেনে তৈরি এই হেলমেটে দৃঢ়তা প্রদানের জন্য পিসি-এবিএস মিশ্রিত পদার্থ ব্যবহার হয়েছে যা অনেক বেশি ঘাত-প্রতিঘাত সহ্য করার ক্ষমতা রাখে। IGN-8 হেলমেটের ভাইজার বর্ডার ক্রোম বর্তমান। পাশাপাশি আন্টি স্ক্র্যাচ কোটিং যুক্ত ভাইজার এবং পিন লক ৩০ অ্যান্টি ফগ লেন্স ব্যবহার করা হয়েছে এতে।
বাইকে চালক বা আরোহী যাতে আরামদায়ক ভাবে শ্বাসকার্য চালাতে পারে সেই কথা মাথায় রেখে হেলমেটে অ্যাডজাস্টেবল চিন এবং টপ ভেন্ট আছে। আবার অ্যাডজাস্টেবল ইনার সানসিল্ড বিশিষ্ট এই হেলমেটের ভিতরে অংশ সহজে পরিষ্কার ও পরিবর্তন করা যায়। ডাবল ডি রিং বিশিষ্ট লকিং সিস্টেম যুক্ত এই হেলমেট প্রিমিয়াম ফিচার হিসাবে উইন্ড ডিফ্লেক্টর এবং নয়েজ প্রটেক্টর পেয়েছে।
গ্রাহকের সুবিধার্থে বিভিন্ন আকারের যেমন মিডিয়াম লার্জ এবং এক্সএল (XL) সাইজের IGN-8 হেলমেট মনো কালার এবং ডিকল ভার্সনে মিলবে এটি। উপরন্তু স্টিল বার্ডের তরফে কালো এবং লাল রঙের পলিকার্বনেট স্পয়লার অফার করছে। এত রকমের বৈশিষ্ট্য সম্বলিত এই হেলমেট যথেষ্ট পকেট সাশ্রয়ী মূল্যেই কিনতে পাওয়া যাবে। দাম ৪৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।