জহিরুল ইসলাম রাতুল || সম্প্রতি খুলনা পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের স্থায়ী প্রকল্প “লায়ন ফারিহা নারী উন্নয়ন কেন্দ্র”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে ‘বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২৩’এর কার্যক্রমে জনগনের সেবা প্রদানের মহতী লক্ষ্যে ক্লাব চত্বরে কম্পিউটার ট্রেনিং ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচী ও আলোচনা অনুষ্ঠান পরিচালনা করা হয়।এলাকার পিছিয়ে পড়া মহিলা ও পুরুষ অনেকে সেই সেবা গ্রহনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন।
ঢাকা থেকে অনুষ্ঠানে সদয় যোগ দেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ এর জনাব একেএম গোলাম ফারুক এমজেএফ ও সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর,জনাব নূর মোঃ হাওলাদার চুন্নু-চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট কেবিনেট কমিটি,জনাব মিজানুর রহমান মিজান ডিস্ট্রিক্ট গ্যাট কোঅর্ডিনেটর,খুলনায় ছিলেন পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের’ক্লাব ডিরেক্টর লায়ন প্রকৌশলী আবিদ হাবিব,রেগুলার মেম্বার লায়ন সালমা সুলতানা শিল্পী, ক্লাব প্রেসিডেন্ট মোঃআসাদুজ্জামান সেলিম, ট্রেজারার মুক্তা জামান রাখি,কাজী ইমরান হোসেন,ফুলতলা উপজেলা মেম্বার’ও অন্যান্য সদস্যবৃন্দ।সকলের আন্তরিকতায় সবান্ধব উপস্থিতিতে সকল কার্যক্রম উদ্বোধন ও চালু হয় এবং বঙ্গবন্ধুর উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রম,লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ এর আওতাধীন সকল সেবার মধ্যে সেরা বিবেচিত হ’য়ে প্রথম পুরস্কারে ভূষিত হয় যা খুলনা পায়গ্রাম লায়ন্স ক্লাব ও ফারিহা নারী উন্নয়ন কেন্দ্রের মহৎ কাজের স্বীকৃতি যা ক্লাবের প্রত্যেকটি সদস্যের জন্যে অতীব সম্মানের ও সন্তুষ্টির বার্তা দেয়।
ক্লাব ডিরেক্টর প্রকৌশলী আবিদ হাবিব বলেন, উক্ত পুরস্কার ও স্বীকৃতি ভবিষ্যতে তাদের আরো বেশী জনহিতকর কাজের প্রেরণা দিয়ে যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।