মোঃ মিরাজুল শেখ,জেলা প্রতিনিধি বাগেরহাট || বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আওতায় সোমবার (২১ আগষ্ট) সকালে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের হল রুমে ইয়ুথ লিডার স্বদেশ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতাই আজকের আন্তর্জাতিক যুব দিবসকে প্রানবন্ত করে তুলেছে। একটি জাতিকে এগিয়ে নিতে সর্বমহল থেকে সবাইকে সচেতন হতে হবে। যুবদেরকে দক্ষতাপূর্ণ আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলেই দেশ আরো একধাপ এগিয়ে যাবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,যুব উন্নয়নের উপ-পরিচালক আ: কাদের,বাগেরহাট মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা: ফারহানা ইসলাম,যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ঝিমি মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজগর আলী,বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক কে এম হাসানুজ্জামান,সংস্থার আরএইচ আর এন প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান,সেলপ এর জেলা ম্যানেজার পলাশ হালদার,ব্র্যাক জেলা প্রতিনিধি এস এম ইদ্রিস আলম,ব্র্যাকের (এ এম দাবী) মো: মনিরুজ্জামান, প্রকল্পের জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন প্রমুখ।
এ ছাড়া ইয়ুথ লিডারসহ অত্র স্কুলের ছাত্র ছাত্রী সহ প্রায় ২০০ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতার পূর্বে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার কলেজ গেটেই শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।