পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন হতহত। তিন জন আহত এবং একজনের মৃত্যু। গত ২১ আগস্ট (সোমবার) রাতে পৌর শহরের আলতাপোল মিফতাউল কওমি মাদ্রাসার সামনে যশোর-চুকনগর মহাসড়কে একই দিক থেকে আসা মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই ঘটনাটি ঘটে। রাস্তার বামপাশে এক বাইসাইকেল আরোহীকেও ধাক্কা দিলে উভয়ই পীচের রাস্তার উপর লুটিয়ে পড়ে। মাইক্রোবাসটি চুকনগরের দিক থেকে যশোরের দিকে যাচ্ছিল।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় যশোর হাসপাতাল রেফার্ড করা হয়।
আহতরা হলেন,যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের রবিউল ইসলামর ছেলে আব্দুস সালাম (৪৭), আঃ সামাদের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও আনার সরদারের ছেলে আব্দুল আলিমসহ (৫৫) বাইসাইকেল আরোহী আঃ কুদ্দুস (৫০) বলে হাসপতাল ও সড়ক দুর্ঘটনায় আহত রবিউল ইসলাম সূত্রে জানা যায়। একই মোটর সাইকেলে থাকা তিনজন খুলনা জেলার কয়রা থানা এলাকায় আত্মীয় বাড়ি থেকে ঝিকরগাছায় নিজ বাড়িতে ফিরছিলেন।
বাইসাইকেল আরোহী আঃ কুদ্দুস যশোর হাসপাতালে মারা যান। এখান থেকে আহত আব্দুল আলিম ও সালামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে অতি গুরুতর আঃ সালামকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান তার অবস্থা আশংকাজনক।
কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা মোঃ আলমগীর হােসেন বলেন,সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনক কেশবপুর হাসপাতালে ভর্তি করার পর,তাদের অবস্থার অবনতি হওয়ায় যশাের হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরমধ্যে আঃ কুদ্দুস মারা গেছে বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।