এম. কে.জামান সুমন,ঢাকা || আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত রাজধানীর শ্রম ভবনের সামনে বিভিন্ন দাবীতে শ্রমিক ও শ্রমিক সংগঠন এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ এর এ ওয়ান পোলার ডাইং কারখানা সহ বিভিন্ন জায়গায় থেকে শ্রমিকরা রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে বিভিন্ন দাবীতে জড়ো হতে থাকে।
বেলা বাড়ার সাথে সাথে শ্রমিকদের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশন এর নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শ্রমিকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
এসময় আগত শ্রমিকরা তাদের বিভিন্ন দাবীতে শ্লোগান দিতে থাকেন, তারা শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এর পদত্যাগ সহ অবৈধ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন।
এ সময় আগত শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন সকল কাগজ পত্র ঠিক থাকা সত্বেও ঘুশ খেয়ে ও দালালী করে ট্রেড লাইসেন্স এর কাগজ তথা অনুমোদন না দেয়া। শ্রমিক নেতারা এর তীব্র প্রতিবাদ জানান।
অনতিবিলম্বে ঘুষখোর মহাপরিচালকের পদত্যাগ দাবি করেন এবং অনতিবিলম্বে ফেডারেশন করার কালো আইন বাতিলের দাবি জানান। সেই সাথে শ্রমিকদের ন্যায্য পাওনা,সময় মতো মজুরী ও মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন পাওনা সময় মতো দিতে হবে সেই কথার জোর দাবি করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।