জহিরুল ইসলাম রাতুল || খুলনায় নির্মানাধীন ৮০০ মেগাওয়াট সিসিপিপি প্রজেক্টের রূপসা বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী চিনা নাগরিক রহস্য জনক নিখোঁজের একদিন পর ভৈরব নদীথেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওয়াং সিয়াও হুই নামের এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার গত ২৪ অক্টোবর চুল কাটাতে প্রজেক্ট থেকে বের হয়ে নিখোঁজ হয়ে ছিলেন।
এ ব্যাপারে খালিশপুর থানায় একটি জিডি এন্ট্রি করেছিলো কর্তৃপক্ষ।আজ দুপুরে তার লাশ ভৈরব নদীর ৭নং ঘাট এলাকা থেকে নৌ পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক ঘটনা স্থল পরিদর্শন করেন।রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় কেএমপি কমিশনার বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ময়না তদন্তের পর ঘটনার বিষয় আরো জট খুলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।