রায়হান শরীফ সাব্বির,স্টাফ রিপোর্টার || ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় নেতা পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী বলেছেন,গণতান্ত্রিক সংস্কৃতিতে কোনরূপ সরকারই নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের প্রভাব মুক্ত থাকবে এবং কমিশনকে সরকার নির্বাহী ক্ষমতা প্রদান করতে হবে।
সুতরাং তত্ত্বাবধায়ক বা সরকারের প্রভাব মুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনই রাজনীতিতে সংকটের অবসান হতে পারে। উপরন্ত সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন অধিকতর গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন এদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশীদের দৌড়ঝাপ তথা অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এছাড়া আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্ত, ঋণ থেরাপি, কালো টাকার মালিকদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানান।
দেশ থেকে অর্থ পাচারকারীদের চিহ্নিতপূর্বক পাচারকৃত অর্থ ফেরত আনতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ, দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী চক্রের যাবতীয় চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষা ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করা সহ অভিন্ন শিক্ষানীতি প্রণয়ন কোরআন-সুন্নাহ বিরোধী যে কোন প্রকার আইন প্রণয়ন থেকে বিরত থাকা এবং ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানের উপর গুরুত্ব আরোপ করতে হবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আজ ২৬শে আগস্ট ২০২৩ শনিবার সকাল দশটায় রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।