পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোর কেশবপুরের ইউএনও কতৃক অন্তর দাস নামে এক গরিব মেধাবী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর ছেলে পবিত্র কুমার দাস আর্থিক অস্বচ্ছলতার কারণে ল্যাপটপ কিনতে না পারায় লেখাপড়া ব্যহত হওয়ায় কেশবপুর উপজেলা অফিসার বরাবর আবেদন জানালে তার বিষয় অবগত হয়ে মানবতাবাদী উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন মেধাবী অন্তর দাসকে ল্যাপটপ ক্রয় বাবদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
গতকাল সোমবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ওই টাকা ছাত্রের হাতে তুলে দিয়ে তাকে উৎসাহ প্রদান করেন। মেধাবী অন্তর দাস ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষে পড়াশোনা করেন। আর্থিক সহায়তা পেয়ে অন্তর দাস দারুন খুশি এবং তার পিতা-মাতা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।