খুলনার খবর || খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিয়া বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এছাড়া খুলনায় গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, ডেঙ্গুতে মারা যাওয়া রিয়া বেগম পিরোজপুর সদরের বাসিন্দা। তিনি রোববার (২৭ আগস্ট) বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।