মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সহ সপরিবারে সকলকে নৃশংসভাবে হত্যা করে।ওরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলেই বুঝি সব শেষ হয়ে যাবে। কিন্তু ওরা বুঝে উঠতে পারেনি বঙ্গবন্ধুকে হত্যা মানেই বাংলাদেশের মানচিত্রকে হত্যা করা।
বঙ্গবন্ধুর ৪৮ তম শোক দিবসে শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলীয় গ্ৰুপিং উপেক্ষা করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার লক্ষ্যে আজ মঙ্গলবার বিকাল ৫ টায় জলমা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর চরণ ছোঁয়া স্থানীয় চক্রাখালী বাজারে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলি বলেন।
বিশিষ্ট সমাজ সেবক গৌর পদ মল্লিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসন(দাকোপ -বটিয়াঘাটা) গণমানুষের নেতা ননী গোপাল মন্ডল।তিনি তার বক্তৃতায় বলেন,বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে সে দিন রেডক্রস ময়দানে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে একত্রিত করে একটি স্বাধীন সার্বভৌম
বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন।তিনি যুদ্ধবিধস্ত একটি রাষ্ট্রের অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি দিতে চেয়েছিলেন ।কিন্তু ঘাতকরা মাত্র সাড়ে তিন বছরের মাথায় তার সপরিবারে নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির সকল স্বপ্নকে স্তব্ধ করে দেয়।
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাঁরই সুযোগ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে বিশ্বের কাছে রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিতা লাভ করেছে।জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল।জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফর হোসেন,জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম লাবু,জেলা আ’লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দাকোপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির কান্তি মন্তল,আ’লীগ নেতা সুবীর মল্লিক,পলাশ কুমার রায় অরবিন্দু মহলদার, নাসিরুল্লাহ হীরা প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।