খুলনার খবর ডেস্ক || ২৯ আগষ্ট ২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভাটই বাজার এলাকায় কিছু প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নোংরা পরিবেশে খাবারপণ্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অদ্য ২৯ আগষ্ট ২০২৩ইং তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প এবং জেলা প্রশাসক কার্যালয়,ঝিনাইদহ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে একটি আভিযানিক দল ভাটই বাজার এলাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরী এর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে জনসাধারনের নিকট বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক মোঃ মাহাবুব রহমান(৪৮) কে ৫০,০০০/-টাকা জরিমানা ও অনাদায়ে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
একই এলাকার ফ্রেশ মিল্ক আইসবার ফ্যাক্টরী এর প্রতিষ্ঠানকে নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করন করে জনসাধারনের নিকট বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক মোঃ রাকিব মালিতা(২০)কে ৩০,০০০/-টাকা জরিমানা করা সহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০,০০০(আশি হাজার)টাকা অর্থদন্ড করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠান দুটি তাদের নিজস্ব কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দীর্ঘদিন ধরে আইসক্রিম সংরক্ষণ ও বাজারজাতকরন করে আসছে। যা জনসাধারনের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।